বকুল ফুলের ছবি | বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক | ফুলের পিকচার

 বকুল ফুলের ছবি - বকুল ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের বিচরণ কমবেশি সব জায়গাতেই রয়েছে। বাংলাদেশে  বকুল ফুলকে অঞ্চলভিত্তিকভাবে অনেক নামেই ডাকা হয় যেমন বকুল, বুকাল, বাকুল, বহুল, বাকাল। তবে বকুল নামেই এই ফুলটি বেশি পরিচিতি লাভ করেছে। 

আজকে আমি আপনাদের সাথে  শেয়ার করব এই ফুলের ছবি ও বিভিন্ন তথ্য। এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে Mimusops elengi। বকুল ফুল হচ্ছে Minasops প্রজাতির একটি ফুল। এই ফুলটি সত্যিই খুব অসাধারণ কেননা এই ফুল শুকিয়ে যাবার পরও আপনার এর সুগন্ধ থেকে যায় অনেকদিন।


বকুল ফুলের ছবি | বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক | ফুলের পিকচার




এই পোস্টের সূচিপত্র - 


  •  বকুল ফুলের ছবি
  • বকুল ফুলের মালা ছবি
  • বকুল ফুলের গাছ
  • বকুল ফুল ফোটার সময়
  • বকুল ফুলের ইংরেজি নাম



বকুল ফুলের ছবি

প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব বকুল ফুলের বেশ কিছু ছবি । আশাকরি ছবিগুলো আপনাদের ভালো লাগবে বকুল ফুল আমার মনে হয় সবার কাছেই খুবই পছন্দের একটি ফুল।

বকুল ফুলের ছবি | ফুলের ছবি




বকুল ফুলের ছবি - ফুলের পিক


বকুল ফুলের ছবি - ফুলের পিকচার

বকুল ফুলের ছবি | ফুলের ছবি | ফুলের পিক | ফুলের পিকচার




বকুল ফুলের মালা ছবি


এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বকুল ফুলের মালা ছবি। বকুল ফুলের মালার ছবি দেখে  বকুল ফুল দিয়ে মালা তৈরি করতে পারবেন । বকুল ফুলের মালা প্রায় সবার কাছেই অত্যন্ত পছন্দের একটি মালা । বকুল ফুলের মালা শুকিয়ে যাওয়ার পরও এর সুগন্ধ অনেক দিন থাকে । বকুল ফুলের মালা মেয়েদের মাথায় খুব সুন্দর দেখায়।


বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক | ফুলের পিকচার


বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি



বকুল ফুলের মালা ছবি | ফুলের ছবি | ফুলের পিক | ফুলের পিকচার




বকুল ফুলের গাছ


এখন যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো বকুল ফুলের গাছ। বকুল ফুলের গাছ দেখতে কেমন । তাই আপনাদের জানার সুবিধার্থে আমি বকুল ফুলের গাছের ছবি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বকুল ফুলের গাছ লাগাতে পারেন। বকুল ফুলের গাছ লাগাবেন তার কারণ শুধু বকুল ফুলের মালা নয় এর ঔষধি গুনাগুনও রয়েছে। বাংলাদেশ বকুল ফুল গাছের ফল আসে বর্ষাকালে।

বকুল ফুলের গাছ




বকুলের বিভিন্ন গুনাগুনঃ 

বকুল গাছ ফুল পাতা কান্ড ইত্যাদি সকল কিছুই বিভিন্ন কাজে লাগে। বকুলের বিভিন্ন গুনাগুন আমি নিচে তুলে ধরার চেষ্টা করছি।

১.  হৃদযন্ত্রের অসুখ নিরাময়ে বকুল ফুলের রস ব্যবহার করা হয়।

২. বকুল ফুলের শুকনা গুড়া দিয়ে তৈরী ঔষধ কঠিন জ্বর, মাথা ব্যথা এবং ঘার, কাঁধ ও শরীরের বিভিন্ন অংশে সৃষ্ট ব্যাথার নিরাময়ে ব্যবহার করা হয়।

৩.  বকুল  ফুলের  শুকনা গুঁড়া খেলে মাথা ঠান্ডা  ও মেধা বাড়াতে সাহায্য করে।


৪. বকুল গাছের ছাল দিয়ে কাটা ছেড়ার ক্ষত পরিষ্কার করা যায়। এছাড়াও এই গাছের ছাল সিদ্ধ করে পচানোর মাধ্যমে  তৈরিকৃত তরল ঔষধ ত্বকের নানা রকম রোগ সারাতে সাহায্য করে।


৫.  বকুল কাঁচা ফল প্রতিদিন ২-৩ টি করে চিবিয়ে খেলে দাঁতের গোড়া শক্ত হয়।


এছাড়াও বকুলের অনেক গুণাবলী রয়েছে আপনারা গুগোল এ গিয়ে বকুলের গুণাবলী লিখে সার্চ করলে আপনার উত্তর পেয়ে যাবেন।



বকুল ফুল ফোটার সময়

বকুল ফুল কখন ফোটে অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন গুগলে । তাই আপনাদের জানার সুবিধার্থে আমি বলে দিচ্ছি  বকুল ফুল বাংলাদেশে ফোটার সময় হল বসন্ত ও গ্রীষ্মে । বকুল ফুল ফোটার সময় হল রাতের বেলায় আর দিনের বেলায় টুপ টাপ করে ঝরে তে থাকে। এই ফুলগুলো যখন ফোটে, তখন দেখতে হলুদা সাদা বা ক্রিম রঙের হয়। বকুল ফুল গুলি আকারে খুব ছোট হয়।




বকুল ফুলের ইংরেজি নাম

বকুল ফুলের ইংরেজি নাম কি এই বিষয়টি অনেকেই জানতে চান । বকুল ফুল কে ইংরেজিতে যে কয়টি নামে ডাকা হয় তা হল Spanish cherry, Medlar, and Bullet wood। আর এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে Mimusops elengi



উপসংহারবকুল ফুলের ছবি আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বকুল ফুল কখন ফোটে ,বকুল ফুলের ইংরেজি নাম, বকুল ফুলের গাছ , বকুল ফুলের মালা ইত্যাদি। আশাকরি এই পোস্টটি একটু হলেও আপনার উপকারে আসবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
0%